সাভারের মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দুর্বত্তদের হামলায় এক নারীসহ ৭ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সাভারের বলিয়ারপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় দুর্বত্তদের হামলায় এক নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে।
গেলরাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফরিদা বেগম জানান, মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্হানীয় বখাটে আনিস, চুন্নু ও হেলেমসহ বেশ কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। বাঁধা দিতে গিয়ে এসময় আহত হয় দু’পক্ষের অন্তত ৭জন। পরে স্থানীয়দের সহায়তায় আহত ফরিদা বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।























