সাভারের ভাকুর্তায় হত্যাকাণ্ডের শিকার দুই যুবককের পরিচয় মিলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাভারের ভাকুর্তায় হত্যাকাণ্ডের শিকার উদ্ধার হওয়া অজ্ঞাত ওই দুই যুবককের পরিচয় মিলেছে।
এদের একজনের নাম রায়হান ও আল নাসির ল্যাবরেটরী স্কুলের ব্যবসা শিক্ষা শাখার এসএসসি পরিক্ষার্থী। অপরজনের নাম নাজমুল হোসেন। সে বরিশালের গৌরনদীর পশ্চিম শেওরা গ্রামের নেছার মোল্লার ছেলে। রায়হান ও নাজমুল সম্পর্কে আপন খালাতো ভাই। গতকাল বৃহস্পতিবারই নাজমুল বরিশাল থেকে খালার বাড়ি সাভারের হেমায়েতপুরের যাদুরচরে বেড়াতে আসে। গেলরাতে ফোন পেয়ে বাইরে বেরিয়ে আর বাসায় ফেরেনি তারা দূ’জন। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে দু’জনের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যরা।























