সাভারের গোলাপ গ্রামের ৩০টি পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় বৈধতা পাচ্ছে
- আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঢাকার উপকন্ঠে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের কথা কমবেশী সবারই জানা। অনেকেই হয়তো ঘুরেও এসেছেন গোলাপ ভরা গ্রামটিতে। এই গ্রামের এক খণ্ড সরকারি জমিতে বস্তি তুলে ঠাই নিয়েছে ৩০টি পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে এবার তারা প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় বৈধতা পাচ্ছেন। তাই দেখতে শুরু করেছেন নতুন জীবনের স্বপ্ন।
গ্রামের নাম সাদুল্যাপুর, বেশী পরিচিত গোলাপ গ্রাম হিসেবে। অবস্থান রাজধানীর সাভারের বিরুলিয়ায়। রাজধানীবাসীর সংক্ষিপ্ত ভ্রমণের জন্য যেটি আকর্ষণীয় জায়গা। গ্রামের মাঝখানে গড়ে ওঠা বস্তিতে বসবাস করে প্রায় ৩০টি পরিবার। সরকারি জমিতেই তারা দীর্ঘদিন বসবাস করছেন। অবৈধ জায়গায় অনেকটা কোনঠাসা ও অস্বাস্থ্যকর পরিবেশেই কাটতো বস্তিবাসীর দিনকাল।
এই বস্তিবাসির আশির্বাদ হয়ে এসেছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প। এ প্রকল্পের আওয়াতায় ঐ জায়গায় প্রত্যেক পরিবার জমিসহ পাচ্ছে পাকাবাড়ি। আত্মমর্যাদা আর উন্নত জীবনের আশায় তাই প্রধানমন্ত্রীর প্রতি তাদের কতৃজ্ঞতার অন্ত নেই তাদের।
বহুলকাঙ্খিত আধুনিক বাড়িতে স্বপ্ন বোনার আশায় এখণ প্রহর গুনছে গোলাপ গ্রামের বস্তিবাসী।
মুজিববর্ষে বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না। ভুমিহীন ভাঙ্গাঘর গুলোতে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তারা। উপজেলা প্রশাসন এমন মানুষদের প্রধানমন্ত্রী আশ্রয়ণের ঘর দেয়া হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এটি প্রধানমন্ত্রী উপহার।
নদী ভাঙ্গনে অসহায় হয়ে পড়া এই মানুষরা ঘর উপহার পেয়ে ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীকে।










