সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী উদযাপন করেছে স্থানীয় আওয়ামীলীগ।
দিবসটি পালনে দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওইসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় বক্তরা, সাবেক এ রাষ্ট্রপতির কর্মময় জীবনীর উপর আলোচনা করেন।