সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরে বাংলাদেশের জয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের শুভ সূচনা করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক লাল-সবুজ প্রতিনিধিরা। যদিও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। বিরতির পর অবশ্য সমান তালে লড়ে দু’দল। তবে, সাফল্য পায় ব্রুজন শিষ্যরা। ৫৫ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুলে পেনাল্টি পায় বাংলাদেশ। সফল স্পট শূটে বাংলাদেশের লিড এনে দেন তপু বর্মণ। অন্যদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ডাকসন পুসলাস। পরের সময়টায় আক্রমণ আর পাল্টা আক্রমনে জমে ওঠে খেলা। তবে আর গোলের দেখা পায়নি কেউই। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।