সাফ চ্যাম্পিয়নশিপের চলতি আসরে প্রথম হারের স্বাদ পেলো বাংলাদেশ

- আপডেট সময় : ০৩:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপের চলতি আসরে প্রথম হারের স্বাদ পেলো বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে অস্কার ব্রুজনের দল।ফলে ২য় স্থানে থেকেই গ্রুপ পর্বের খেলা শেষ করতে হলো বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিলো দুই দলই। আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিলো একদম শুরু থেকেই। প্রথমার্ধে বেশকবার গোলবারের সামনে বল আনলেও গোলবঞ্চিত থেকে যায় দুই দলই। তবে, দ্বিতীয়ার্ধে অগোছালো বংলাদেশ। যে সুযোগে লিড নেয় মালদ্বীপ। ৫৪ মিনিটের বাইসাইকেল কিকে বাংলাদেশের জালে জড়ান মালদ্বীপের লেফট উইঙ্গার হামজা মোহাম্মদ। এরপর সফরকারীদের ওপর যেন আরও চেপে বসে স্বাগতিকরা। ৭৩ মিনিটে সাইদ হাসানকে ফাউল করলে পেনাল্টি পায় মালদ্বীপ। পেনাল্টি থেকে স্কোর করে গোল ব্যবধান বাড়ান অভিজ্ঞ আলী আশফাক। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। হারলেও বাংলাদেশের এখনও ফাইনাল খেলার স্বপ্ন টিকে আছে। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেপাল। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।