সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগ পর্বের খেলা হচ্ছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগ পর্বের খেলা হচ্ছে আজ। রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নেপাল। বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ।
আর সন্ধ্যা ৭টায় শ্রীলংকার মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। সমীকরণ বলছে, লঙ্কানদের হারাতে পারলেই ফাইনালের মঞ্চে পৌঁছে যাবে ছোটনের দল। দলগত পারফরম্যান্স উপহার দিয়ে শিরোপার দোরগোড়ায় যেতে বদ্ধপরিকর মারিয়া মান্ডা-মনিকারা। সেই সঙ্গে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল-সবুজরা শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় দুই টেবিল টপার লড়বে শিরোপার জন্য। ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেপাল। সমান পয়েন্ট নিয়ে দুয়ে বাংলাদেশ। আর ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত।