সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মারিয়া মান্ডার দল। এই জয়ের ফলে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ২ মিনিটে ডেডলক ভাঙ্গেন তহুরা খাতুন। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান শাহাদা আক্তার রীপা। প্রথমার্ধে ভুটানের জালে আরও এক গোল দিয়ে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের জালে সমান তিন গোল দিয়েছে মারিয়া মান্ডার দল। ৪৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ন করেন শাহেদা আক্তার, ৪-০ গোলের লিড পায় বাংলাদেশ। পরের সময়টাতে ছন্দময় ফুটবল খেলে বাংলার মেয়েরা। ৬৯ মিনিটে রিতু চাকমা আর যোগ করা সময়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মারিয়া। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার ভারতের বিপক্ষে।