সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পুরোপুরি জমে উঠেছে রিহ্যাব আবাসন মেলা

- আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পুরোপুরি জমে উঠেছে রিহ্যাব আবাসন মেলা। বেড়েছে বিক্রিও। এবারের মেলায় কোনো ক্রেতা ফ্ল্যাট বা প্লট কিনে প্রতারিত হবেন না বলে আবারো আশ্বস্ত করেছেন রিহ্যাবের নেতারা। তারা বলেন, মেলায় অংশ নেয়া প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতির সাথে সুখ্যাতি ও ব্রান্ডের বিষয়টি বিবেচনার পাশাপাশি মধ্যবিত্তের জন্য সাধ্যের মধ্যে ফ্ল্যাট দেয়ার চেষ্টা করছে।
রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯ এর চতুর্থদিন শুক্রবার সরকারি ছুটি আর হিমেল আবহাওয়ায় পুরোপুরি জমে উঠে মেলা প্রাঙ্গণ। একই ছাঁদের নিচে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি গৃহঋণ ও নির্মাণ সামগ্রীর সমাহার থাকায় ক্রেতারা স্টলগুলো ঘুরে দেখছেন। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফার দিচ্ছে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো।
প্রতিটি নাগরিকের স্বপ্ন সুন্দর জায়গায় একটি নিজস্ব বাসস্থান। সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে অনেক নাগরিকই খোঁজ করেছেন ছোট ফ্ল্যাটের। আবাসনের বড় প্রতিষ্ঠানগুলোতে ছোট ফ্ল্যাটের সংখ্যা কম হলেও অপেক্ষাকৃত নতুন কোম্পানীগুলো মধ্যবিত্তের বিষয়টি বিবেচনায় নেয়ার চেষ্টা করেছে। তবে নির্মাণ খরচসহ নানান ব্যয় বেশি হওয়ায় কম দামে ফ্ল্যাট দেয়া সম্ভব না হলেও সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে সবার জন্য আবাসন বিষয়টি বিবেচনার নেয়ার কথা জানান রিহ্যাব নেতারা। ২৪ ডিসেম্বর শুরু হওয়া রিহ্যাব আবাসন মেলা শেষ হবে ২৮ ডিসেম্বর শনিবার। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবে।