সাপ্তাহিক ছুটির দিনে একুশে বই মেলায় পাঠকের ভিড়

- আপডেট সময় : ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
সরকারি ছুটির দিন হওয়ায় একুশে বই মেলায় মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। করোনা মহামারির কারণে গতবছরের মতো এবারও বন্ধের দিন নেই শিশু প্রহর। তারপরও অভিভাকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন মেলায়। বইয়ের সাথে পরিচয় করানোর পাশাপাশি পছন্দেরটি কিনেও দিয়েছেন তারা।
শনিবার সকালে মূল ফটক খুলে দেবার পর থেকেই শিশু-কিশোরদের উপস্থিতিতে মূখর হয়ে উঠে মেলা প্রাঙ্গন। অভিভাবকদের সাথে এলেও নিজের পছন্দ অনুযায়ী স্টল ঘুরে দেখে তারা। হাজার বইয়ের মাঝে পছন্দের বই খুঁছে কেনে শিশু-কিশোররা।
ছুটির দিন হওয়ায় সন্তানদের মেলা ঘুরে দেখাতে পেরে সন্তুষ্টির কথা জানান, অভিভাবকরা।
লেখক-প্রকাশকরা বলছেন, এবারের মেলায় শুধু দর্শনার্থী নয় ক্রেতার সংখ্যাও বেশি। উদ্বোধনের পর পঞ্চম দিনে এসে বেড়েছে বই বিক্রি।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে মেলায় টহলে আছেন প্রশাসনের কর্মকর্তারা। তিরষ্কারের পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সাধুবাদও জানান তারা।
আগত দর্শনার্থীদের বিনোদন দিতে মেলা প্রাঙ্গনে বাউল শিল্পিদেরও সমাগম হয়েছে।