সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ ১২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে দেশে আসবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ ১২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে দেশে আসবে। গতকাল রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্র জানায়, একজন নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে। এই ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ১২ ফেব্রুয়ারি। আরও এক জনের মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইট ১১ ফেব্রুয়ারি রোম থেকে ঢাকায় আসবে ১৩ ফেব্রুয়ারি। বাকি সব মরদেহের জন্য ফ্লাইট বুকিং করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। দূতাবাস মরদেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য ইতালি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় তীব্র ঠাণ্ডায় মৃত্যু হয় সাত বাংলাদেশির।























