সাত বছর পরঅনুষ্ঠিত হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- আপডেট সময় : ০৩:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সাত বছরেরও বেশি সময় পর ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। শীর্ষ দুই নেতাকে অব্যাহতি দেয়ায় আসন্ন সম্মেলনে সম্পূর্ণ নতুন নেতৃত্ব আসছে। তাই উন্মুখ হয়ে আছে নেতাকর্মীরা। সংগঠনের হারানো ইমেজ ফিরিয়ে আনতে স্বচ্ছ ভাবমূর্তির, সাংগঠনিক শক্তিসম্পন্ন নেতৃত্ব বাছাই করবে স্বেচ্ছাসেবক লীগ- এমনটাই প্রত্যাশা তাদের।
ক্যাসিনো কেলেংকারি আর নানা অনৈতিক কাজে জড়িয়ে পদ থেকে অব্যাহতি এবং সম্মেলন থেকে দূরে আছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার ও সাধারন সম্পাদক পংকজ দেব্নাথ। ফলে যখন কিছুটা ইমেজ সংকটে ঠিক তখনই এলো সম্মেলনের নির্দেশ।
নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক ও মেসবাউল হোসেন সাচ্চুকে সদস্য সচিব করে গঠিত কমিটি ১৩টি উপকমিটির সমন্বয়ে, জোরেশোরে চালাচ্ছে তৃতীয় সম্মেলনের প্রস্তুতি। পদ পেতে মরিয়া নেতারা ভীড় জমাচ্ছেন আওয়ামী লীগ নেতাদের কাছে। লবিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ত্যাগী ও দলের প্রতি নিবেদিত স্বচ্ছ ভাবমূর্তি নেতা- যারা এতদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত ছিলেন।
শীর্ষ দুই পদে পরিবর্তনের আভাসে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সৃষ্টি করেছে চাঙ্গা ভাব। নতুন নেতৃত্বের দৌড়ে এক ডজন নেতা এগিয়ে আছেন। নবীনদের দাবি, নেতৃত্ব নির্বাচনে তারূন্যকে প্রাধান্য দিলে সংগঠনে গতি আসবে।
স্বেচ্ছাসেবক লীগের প্রথম সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, যারা সৎ, সাহসী ও দুঃসময়ে সংগঠনের জন্য কাজ করেছে, তাদের খুঁজে বের করে নেতা নির্বাচন করা হবে।
নতুনদের উদ্ভাবনী শক্তি আর পুরনোদের অভিজ্ঞতার সমন্বয়ে এবং ত্যাগী ও দক্ষ নেতাদের স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে নিয়ে আসলে আবারো গতি পাবে স্বেচ্ছাসেবক লীগ- এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

















