সাত বছরেও চালু হয়নি সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যার হাসপাতাল

- আপডেট সময় : ০৩:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
স্থানীয়দের দাবির মুখে কোটি কোটি টাকায় ভবন নির্মাণ হলেও, সাত বছরেও চালু হয়নি ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যার হাসপাতালটি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে থেকে অবকাঠামো নষ্ট হয়ে ভবনটিই এখন রোগাক্রান্ত। এতে উপকূলীয় অঞ্চলের প্রায় দু’লাখ মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে।
২০১৩ সালের জুলাই মাসে ছ’কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে স্বাস্থ্যবিভাগকে ভবনটি বুঝিয়ে দেয় ঠিকাদার। প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে স্বাস্থ্যকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। একজন উপ-সহকারি কমিনিটি মেডিকেল অফিসার ও একজন পিয়নকে দিয়ে কোনোমতে চলছে বহিঃর্বিভাগ। অন্যান্য জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জামসহ আসবাবপত্র।
প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, ওষুধসহ আনুষঙ্গিক সামগ্রীর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলে জানান,সিভিল সার্জন। উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত পূর্ণাঙ্গ আকারে হাসপাতালটি চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।