সাতছড়ি পাহাড় ধসে ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবারের মানবেতর জীবন যাপন
- আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে হবিগঞ্জের সাতছড়ি পাহাড় ধসে পড়ায় ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবার মানবেতর জীবন যাপন করছে। এদিকে, প্রশাসন বলছে শিগগিরই ত্রিপুরা পল্লী রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে দীর্ঘদিন ধরে বসবাস করছে আদিবাসী পরিবারগুলো। প্রতি বছর পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ধস নামে সেখানে। ফলে, ত্রিপুরা পল্লীর যাতায়াতের একমাত্র রাস্তাসহ ভেঙ্গে পড়ে ঘর-বাড়ি।এতে আতঙ্কে থাকতে হয় আদিবাসী পরিবারগুলোর। সম্প্রতি টানা বৃষ্টির ফলে ধস নেমেছে পাহাড়ে। শিগগিরি ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে পল্লীর হেডম্যান।
সাতছড়ি জাতীয় উদ্যানের এই পল্লী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, এই বন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতিমধ্যেই তিনটি পরিবারকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
দ্রুত এই সমস্যা সমাধানের মাধ্যমে নিরাপদ জীবন-যাপন চায় এলাকাবাসী।



















