সাতক্ষীরা দেবহাটায় ১৩শ’ বিঘা সম্পত্তি দখলে নিলেন ভূমিহীনরা

- আপডেট সময় : ০৫:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা দেবহাটার খলিশাখালিতে দখলদারদের হটিয়ে এক হাজার ৩শ’ বিঘা সম্পত্তি দখলে নিয়েছে ভূমিহীনরা। বিস্তৃর্ণ এসব জমি সরকারি সম্পত্তি উল্লেখ করে গত কয়েক যুগ ধরে তা বন্দোবস্তের দাবি করে আসছিল ভূমিহীনরা। ভূমিদস্যুরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা ও বিভিন্ন মামলা দিয়ে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করে যাচ্ছে। আইন শৃঙ্খলার যাতে কোন প্রকার অবনতি না হয় সেদিকে নজর রাখছে জেলা প্রশাসন।
১৯৪৭ সালের দিকে জমির সিএস মালিক ইশ্বরচন্দ্র ঘোষের ছেলে চন্ডীচরণ ঘোষ খলিশাখালির প্রায় ৪শ’ ৪০ একর জমি প্রজাদের জন্য ফেলে রেখে ভারতে চলে যায় এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। ভারতে যাওয়ার পর চন্ডীচরণ ঘোষ আর কখনো বাংলাদেশে ফিরে না আসায় আইনানুযায়ী সমস্ত সম্পত্তি সরকারের অনুকূলে চলে যায়। আর যুগের পর যুগ তা বন্দোবস্তের দাবি জানিয়ে আসছেন ভূমিহীনরা।
তবে জোরপূর্বক ভূমিহীনরা রাতের আধারে তাদের মাছের ঘেরসহ জমিজমা দখল করে নিয়েছে বলে অভিযোগ জমির মালিকের।
বিষয়টি তদন্ত করে প্রকৃত জমির মালিককে জমি বুঝে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
সরকার খলিশাখালির হাজার বিঘা জমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে এমনটাই দাবি সাতক্ষীরাবাসির।