সাতক্ষীরা থেকে জঙ্গি সন্দেহে একজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকা থেকে জঙ্গি সন্দেহে একজনকে আটক করেছে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা।
বুধবার রাতে শহরের সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পাশে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এদিকে, এ ঘটনায় কাউন্টার টেরিজম ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সদর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছেন। আটক সন্দেহভাজন জঙ্গি সদস্যের নাম নাজমুল ইসলাম। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের নাছিরুল করিমের ছেলে। আসামী নাজমুল ইসলাম গাজীপুরের টেক্সটাইলে চাকরির করার সময় জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হয়ে উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়।