সাতক্ষীরা ও সিরাজগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট এবং বজ্রপাতে দুই শিশুসহ ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ও সিরাজগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট এবং বজ্রপাতে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছে।
সকালে সিরাজগঞ্জ শহরের এসএস রোডে এক আবাসিক হোটেলের বারান্দায় বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে এক বিক্রয় কর্মী এবং তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের শিবপাড়ায় শিয়াল মারার ফাঁদে আটকে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার সদর উপজেলার খেজুরডাঙ্গায় বজ্রপাতে ১ জন নিহত ও ইস্কেভেটর চালকসহ ৪ জন আহত হয়েছে। সকাল ৮টার দিকে ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে, দেবহাটায় বজ্রপাতে আরো একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, নেত্রকোনায় হান্নান নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। গতরাতে জেলখানার ভেতরে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। এক পর্যায়ে বমি করা শুরু হলে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।