সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মানছে না বিদেশফেরত প্রবাসীরা

- আপডেট সময় : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও সাতক্ষীরায় তা মানছে না অনেকেই। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে অবাধে ঘুরে বেড়াচ্ছেন তারা। ফলে সাধারণ মানুষের ভেতরে সৃষ্টি হচ্ছে করোনা ভাইরাসের আতঙ্ক। তবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে আসা সকল প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
গত ১ মার্চ থেকে এ পর্যন্ত শুধু ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে সাতক্ষীরাতে ঢুকেছে ৮ হাজার ৬৯২ জন । আর চীন, ইতালি, মালয়েশিয়া, সৌদিআরব, সিংগাপুরসহ ৩৪টি দেশ থেকে এসেছেন ৯,৬১৪ জন প্রবাসি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হলেও তা মানছেন না অনেকেই। ফলে সাধারণের মাঝে দেখা দিয়েছে করোনা আতঙ্ক।
এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি বলে জানালেন সিভিল সার্জন।হোম কোয়ারেন্টাইনে থাকলে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি সাতক্ষীরা পুলিশ সুপারের।প্রবাসীদের এরইমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক।
করোনা মোকাবেলায় হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা পাশাপাশি ব্যাপক সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।