সাতক্ষীরায় সীমান্তে অভিযান চালিয়ে ২৯ কেজি ২৫০ গ্রাম ভারতীয় গহনা জব্দ করেছে বিজিবি
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
অবৈধ পথে ভারত থেকে আনার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে ২৯ কেজি ২৫০ গ্রাম ভারতীয় রুপার গহনা জব্দ করেছে বিজিবি।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান,কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনার খবরে চান্দুড়িয়া বিওপির কমান্ডার হাবিলদার মাহবুব আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরচালানী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়। এঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি।

 
																			 
																		






















