সাতক্ষীরায় নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ; গোপালগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ার শাকদাহ স্লুইজ গেটের বেতনা নদী থেকে নিহত পরশ কুমার মরদেহ উদ্ধার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সুফিয়ান শেখ নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, বাড়ির উঠানে খেলতে খেলতে সুফিয়ান বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে মারা যায়।