স্থাপত্যশৈলীর অনন্য ও নান্দনিক ডিজাইন সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল

- আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা জলো পরিবেশে গড়ে তোলা হয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতাল। স্থাপত্যশৈলীর অনন্য ও নান্দনিক ডিজাইনের জন্য এই হাসপাতাল বিশ্বের ব্যতিক্রমী নকশার আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছে। এ খবরে আনন্দিত স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্বের ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নতুন স্থাপনা থেকে বাছাই করে এই সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে রিবা আন্তর্জাতিক পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড।
২০১৩ সালে নকশা করার পর চার বছরে শেষ হয় নির্মাণকাজ। ৮০ শয্যার ফ্রেন্ডশিপ হাসপাতালের এই নকশা করেছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী, যিনি এর আগে আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হন। তার স্থাপত্য প্রতিষ্ঠান আরবানা ভবনটি নির্মাণ করেছে। স্থানীয় ভাবে তৈরি নির্মাণ সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হয়। যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস- রিবা আন্তর্জাতিক পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবনের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে। স্থাপত্যশৈলীর অনন্য স্থাপনা সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত এই ফ্রেন্ডশিপ হাসপাতালের এমন অর্জনের খবরে আনন্দিত স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ।
ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রচুর আলো-বাতাস চলাচল করতে পারে। পানি ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে বিশেষ জলাধার ।
ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপত্যশৈলীর অনন্য ও নান্দনিক ডিজাইনের জন্য আন্তর্জাতিক পুরস্কারে মনোনিত হওয়ায় খুশি সিভিল সার্জন।
ইটের গাঁথুনি আর ঢালাইয়ে বানানো ভবন শোভাবৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণাক্ততার ক্ষতিকর প্রভাব এড়াবে। ফ্রেন্ডশিপ হাসপাতাল এলাকাজুড়ে লাগানো হয়েছে নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ।