সাতক্ষীরায় চার সন্তানের বিধবা জননীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ১জন গ্রেফতার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি এলাকার চিংড়ি ঘেরে আটকে চার সন্তানের জননী এক বিধবাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কাটাখালী পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম রব্বানী কাটাখালী গ্রামের আব্দুস সাত্তার গাইনের ছেলে। শ্যামনগর থানার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার দায়ের করা মামলার পাঁচ নম্বর আসামি রব্বানী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান তিনি।

 
																			 
																		























