সাতক্ষীরায় কোবরানির হাট কাঁপাবে সম্রাট

- আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
‘সম্রাট’ নাম শুনলেই মনে হবে কোন রাজ্যের রাজা বা বাদশা সে। কিন্তু, এটি হাতির মতো বিশাল আকৃতির সাতক্ষীরার একটি গরু’র নাম।
এবার ঈদে কোবরানির হাট কাঁপাবে এই সম্রাট। এদিকে, গত বছরের তুলনায় কুষ্টিয়ায় গরুর খামারির সংখ্যা বেড়েছে।
তবে, শেষ মুহুর্তে ভারতীয় গরুর অনুপ্রবেশে, ভালো দাম না পাওয়ার আশংকা করছেন তারা।
দুই বছর তিন মাস বয়সী কালো রংয়ের ক্রস ফিজিশিয়ান জাতের গরুটি কুষ্টিয়ার সদর এলাকার।
শখ করে খামারি এর নাম রেখেছেন নবাব। ওজন প্রায় আড়াই’শ কেজি। দাম হাঁকছেন ১০ লাখ টাকা। খড়, ভুসিসহ সব কিছুরই দাম বেশি। এ পর্যন্ত গরুটির পেছনে ব্যয় হয়েছে ২ লাখ টাকা। দাম ভালো না পেলে লোকসান গুনতে হবে তার।
লেবাননী ঘাস, ভুসি দিয়ে খাবার দেয়া হয় খামারের পশুদের। আর দিনে দুই বার গোসল করিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা।
এ বছর দেশীয় খামারিদের গরুতেই কোরবানির চাহিদা পূরণ হবে। ন্যায্য দামও পাবে খামারিরা আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের।
সাতক্ষীরায় সু-উচ্চ বিশাল স্বাস্থ্যের অধিকারি সম্রাটকে কোরবানির হাটে তুলতে গোয়াল ঘরের দরজার উপরের ওয়াল কেটে বাইরে আনতে হচ্ছে।এ কারনে হাটে তোলার আগেই গরুটি দেখতে ভীড় জমাচ্ছেন উৎসুক মানুষ।
সাতক্ষীরা জেলায় একক ভাবে সখের বসে গরু পালন করে চাষিরা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান, জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা।
জেলায় এ বছর ৯ হাজার ৯৩০টি খামারে ১ লক্ষ ৮ হাজার ৫টি বিভিন্ন প্রজাতির পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা।