সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কৃষ্ণ দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গেলো রাতে শ্যামনগর নওয়াবেঁকী সড়কের চুনারব্রীজ নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজে নওয়াবেঁকী বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কৃষ্ণ দাস উপজেলার ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা।