সাতক্ষীরার দেবহাটা থানায় সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনার ভুয়া পরীক্ষা ও জাল সনদ প্রদানসহ অসংখ্য প্রতারণার সীমাহীন অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারের পর তিনজনকে আসামী করে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র্যাব।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে প্রতারক সাহেদকে গ্রেপ্তারের পর বুধবার রাতেই রেব-সিক্সের সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস এ্যাক্টে এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৫। মামলায় প্রতারক সাহেদ করিমকে প্রধান আসামীসহ একজনকে পলাতক ও অজ্ঞাত আরেকজনকে আসামী করা হয়।