সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ০২:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের মা চায়না খাতুন জানান, জুয়েল প্রতিদিনের মত সন্ধার পরে বাড়ির সামনে পুকুর পাড়ে বসে ছিল। নির্দিষ্ট সময়ের পরও সে ঘরে না আসায় তার মোবাইল ফোনে কল করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিতে পুকুর পাড়ে গেলে সেখানে রক্ত দেখা যায়। দেখা যায় মরদেহ টেনে নেয়ার দাগও । পরে বাড়ির পাশ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় জুয়েলের মরদেহ দেখতে পান স্বজনরা। জুয়েলের মাথা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে, নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে নিজ ঘর থেকে শাহিনুর বেগম নামে ৯ মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর গলা ও হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিনুর বেগম ভবানীপুরের দক্ষিনপাড়া মহল্লার দিনমজুর রাশেদুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী ছিলেন।