সাতক্ষীরায় পিকআপ ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় পিকআপ ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই হজযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন তিনজন।
স্থানীয়রা জানান, সকালে খুলনার পাইকগাছা থেকে ছেড়ে আসা হজযাত্রীবাহী একটি মাহেন্দ্র সাতক্ষীরার আশাশুনির নওয়াপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়।এতে মাহেন্দ্রে থাকা হজযাত্রি পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের ফজিলা খাতুন ও লক্ষিখোলা গ্রামের আছিয়া বেগম নিহত হন। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।