সাতক্ষীরাইয় পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে ছকিনা খাতুনকে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় ধারালো দা দিয়ে ছকিনা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।
নিহত গৃহবধূ কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ সময় নিহত ছকিনার মেয়ে রাজিয়া খাতুন ও সোনিয়া খাতুন আহত হয়েছে। তারা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে।
আহত রাজিয়া খাতুন জানান, তার স্বামীসহ সে কয়েক মাস ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছেন। বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে তার মা সকিনার সাথে তার বড় চাচী মর্জিনা খাতুনের প্রায়ই কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার মা তার বড় চাচী মর্জিনাকে গালিগালাজ করে। এসময় ক্ষিপ্ত হয়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান ধারালো দা দিয়ে তার মা সকিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।















