সাঙ্গু নদী খনন প্রকল্প : দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সাথে পাউবো’র ঠিকাদারদের বিরোধ

- আপডেট সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর খনন প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সাথে পাউবোর ঠিকাদারদের বিরোধ চলছে। এ নিয়ে কৃষকের উপর গুলিও চালিয়েছে সন্ত্রাসীরা। জমির ক্ষতিপূরণ না দিয়ে প্রকল্পের কাজ চলছে বলে দাবি করছে কৃষক। আর, পানি উন্নয়ন বোর্ড বলছে অভিযোগ ভিত্তিহীন। সবার পাওয়া পরিশোধ করা হয়েছে।
সাঙ্গু নদীর ভাঙনে ছোট হয়ে আসছে সাতকানিয়ার দ্বীপ ‘চরতী’। প্রতিবছর বর্ষায় নদীগর্ভে বিলীন হয় বসতঘর, ফসলি জমিসহ নানা স্থাপনা। বাড়িঘর হারিয়ে ভাঙ্গন কবলিত মানুষগুলো অনেকেই নি:স্ব। নদী খননের ফলে অবশিষ্ট জমিও আরেকটি মহল দখলে নিচ্ছে বলে অভিযোগ করছে তারা।
নদী ভাঙ্গন রোধে খনন করছে পানি উন্নয়ন বোর্ড। এর ঠিকাদারি পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। তাদের সাথে বাকবিতন্ডা হয়েছে কৃষকের। চাষের জমিতে ‘জোর করে’ বালি রাখার অভিযোগ উঠেছে। জমির ক্ষতিপূরণ না পেয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
গত ৩০ সেপ্টেম্বর সন্ত্রাসীদের গুলিবর্ষণের শিকার হয় স্থানীয় কৃষক। এতে সাত জন আহত হন। হয়রানি থেকে বাদ পড়েনি বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলামের জমিও।
তবে, অভিযোগ মানতে নারাজ ঠিকাদার।
ভাঙ্গন প্রতিরোধে তীর রক্ষায় ২০১৬ সালে একনেক সভায় ৩৫৪কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২২ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ঠিকাদারি জটিলতায় নির্ধারিত সময়ে সম্ভব নয় বলে জানিয়েছেন পাউবোর প্রধান নির্বাহী প্রকৌশলী।
ক্ষতিপূরণ ছাড়া কোন জমিতে বালি রাখা হয়নি বলে জানান তিনি।
দ্রুত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার তাগিদ দিয়েছে সচেতন মহল।