সাগর-রুনি হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি করবে র্যাব – আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত এখন রেবের হাতে। তারা নিয়মিতভাবে আদালতের নির্দেশ অনুযায়ী অগ্রগতি প্রতিবেদন দাখিল করছে। রেব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সাগর-রুনি হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
দুপুরে বরগুনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, উপকূলীয় জেলার নদনদীতে মা ইলিশ প্রজনন মৌসুমে নৌ পুলিশ বিশেষ ভুমিকা পালন করে। এছাড়া, বরগুনায় উপযুক্ত জায়গা পাওয়া গেলে নৌ পুলিশ থানা স্থাপন করা হবে বলেও তিনি জানান।






















