সাগর-রুনি হত্যার সবশেষ প্রতিবেদন সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার সবশেষ প্রতিবেদন শুনবেন না সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ। শুনানির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় হত্যা মামলা নিয়ে সন্দেহভাজন আসামি তানভীর রহমানের দায়ের করা এ সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুপুরে এ আদেশ দেন। আদেশে উচ্চ আদালত বলেন, ‘যেহেতু এই মামলার শুনানির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন উপস্থাপন করেছে, তাই মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয়া দেয়া হচ্ছে। এর আগে, গত বছরের ১৪ নভেম্বর সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৪ মার্চের মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। সে আলোকে গত ৩ রা মার্চ মামলার তদনুযায়ী প্রতিবেদন জমা দেয় রেব। প্রতিবেদনটি সকালে আদালতে উত্থাপন করা হয়।