সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০৩:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডকে ২০৪ রানে অলআউট করে দিয়েছে ক্যারিবিয়রা। জবাবে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষ ১৪৭ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
স্বাগতিকদের ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রান জন ক্যাম্পবেলের উইকেট হারায় ক্যারিবিয়রা। ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর প্রতিরোধ গড়েন ক্রেইগ ব্রাথওয়েট ও সাই হোপ। ২০ রানে ব্রাথওয়েট ও হোপ অপরাজিত আছেন ৩ রানে। তার আগে, ১ উইকেটে ৩৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। সুবিধা করতে পারেননি আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ররি বার্নস আর জো ডেনলি। ৩০ করেছেন বার্নস আর ডেনলির ব্যাটে আসে ১৮ রান। হোল্ডার ও গেব্রিয়েলের পেস তাণ্ডবে টিকতে পারেননি পরের ব্যাটসম্যানরাও। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ৬ উইকেট নেন হোল্ডার আর গেব্রিয়েলের শিকার ৪ উইকেট।
















