সাইক্লোন সেল্টারে নেয়া হয়েছে ২৪ লাখ মানুষকে

- আপডেট সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় ‘আম্পান’এর কারণে উপকূলীয় অঞ্চলের ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়া করোনার কারনে ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সংখ্যা তিনগুন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। তিনি বলেন, এবারই যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন, তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে আম্পান বিষয়ে সবশেষ অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন ডা. এনামুর রহমান।
ঘূর্ণিঝড় আম্পান-এর প্রভাবে বাংলাদেশের উপকুলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। করোনা দুর্যোগের মধ্যে কিভাবে আম্পান মোকাবেলা করা হবে তা জানাতেই সংবাদ সম্মেলন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ পর্যন্ত ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে আনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই ঘূর্ণিঝড়ে যাতে একটি মানুষকেও ঝুঁকিপূর্ণ অবস্থানে ছেড়ে না আসা হয়- সেই নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এবার শেল্টার সংখ্যাও বাড়ানো হয়েছে।
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যাপাক পরিকল্পনা রয়েছে বলেও জানান ডা. এনামুর রহমান।