সাংবিধানিক দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচন কমিশনারদের পদ ছাড়ার আহবান

- আপডেট সময় : ০৮:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সাংবিধানিক দায়িত্ব পালন করতে না পারলে পদ ছেড়ে দেয়ার জন্য নির্বাচন কমিশনারদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা ও বাধার বিষয়ে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা না নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, বিএনপির সব অভিযোগ বস্তুনিষ্ঠ নয় দাবি করে ভোটে পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সচিব আশোক কুমার দেবনাথ। বিকেলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তারা।
১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।
তবে, বিএনপি’র অভিযোগ, প্রচারণার শুরু থেকে গণসংযোগ ও মিছিলে ক্ষমতাসীন দলের সমর্থকরা হামলা করছে।
একের পর এক হামলা ও বাধার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে আসেন ঢাকা-১৮ আসনের প্রার্থী ও তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল ঘন্টব্যাপী কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।
ভোটের পরিবেশ নিশ্চিতে বারে বার কমিশনকে জানালেও কোন পদক্ষেন না নেয়ায় ক্ষোভ জানান বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আমান উল্লাহ আমান।
এদিকে, বিএনপির সব অভিযোগ সত্য নয় বলে দাবি করেন ইসি’র ভারপ্রাপ্ত সচিব ।
ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে স্থানীয় পর্যায়ে নির্দেশনা দেয়ার কথাও জানান তিনি।