সাংবাদিক আরিফুল ইসলামের উপর হামলা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন ও মিথ্যা মামলা এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিকরা।
সাংবাদিক আরিফুল ইসলামের উপর হামলা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে সাংবাদিকরা।
সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্তদের চাকুরিচ্যুত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে এনে নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের শাপলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের নামে ডিজিটাল আইনে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও কারাদন্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন- জেইউএম।
মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, সারাদেশে সাংবাদিক হয়রানি, নির্যাতন, হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। সাতক্ষীরায় বেলা ১১টা থেকে শহরের শহীদ স.ম আলাউদ্দীন চত্বরে প্রায় ২ ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।