সাংবাদিক আফতাব হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
দীর্ঘ নয় বছর পালিয়ে থাকা সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সিকে দিনাজপুরের শালগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট..এটিইউ।
রাজধানীর বারিধারায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, এটিইউ এর পুলিশ সুপার হাসানুল জাহিদ। তিনি বলেন, দীর্ঘ নয় বছর বিভিন্ন সীমান্ত জেলায় পলাতক থেকে রাজমিস্ত্রির কাজ করতেন রাজু। তার পরিবারের সাথেও যোগাযোগ রাখতেন না তিনি। পুলিশ সুপার জানান, মূলত সম্পত্তির লোভেই ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসায় হত্যা করা হয় সাংবাদিক আফতাব আহমেদকে। এ ঘটনায় ২০১৭ সালের ২৮ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেয়।