সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

- আপডেট সময় : ১০:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ১৮ থেকে ৫০ বছরের বয়সীরা এর আওতায় আসবে। সেই সাথে প্রবাসী কর্মীরাও এসর্বজনীন প্রিমিয়াম দিয়ে এতে অংশ নিতে পারবে। বৈঠকে অপসাংবাদিকতা রোধে জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিল আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
তিনি বলেন, বেকারত্ব ও রোগাক্রান্তসহ অন্যান্য বিষয় বিবেচনায় রেখে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই আইনের মধ্যে দিয়ে ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পেনশনের আওতায় আসবে। পেনশনের প্রিমিয়াম কমপক্ষে ১০ বছর চালাতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রবাসী কর্মীরাও প্রিমিয়াম দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবে বলে জানান.. খন্দকার আনোয়ারুল ইসলাম।