সাংগঠনিক দুর্বলতার কারণেই বিএনপি সিটি নির্বাচনে পরাজিত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
সাংগঠনিক দুর্বলতার কারণেই বিএনপি সিটি নির্বাচনে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই নৌকার প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোন রাজনৈতিক শক্তি দেশে নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সভায় এসব কথা বলেন ডক্টর হাছান মাহমুদ। আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র দখল করে রেখেছিল, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।