সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৬:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে সরকার ও আইন শৃংখলা বাহিনীর আরো সতর্কতা দরকার ছিলো বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি হলো সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোচনায় তিনি বলেন, দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক বিএনপি।
ভোট ও আন্দোলনে আওয়ামী লীগকে হারানো যাবে না বুঝতে পেরেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িক শক্তির ঠাঁই হবে না।
অনুষ্ঠানে আওয়ামীলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতার বক্তব্য রাখেন।