সহসা লোডশেডিং থেকে মুক্তি মিলবে না

- আপডেট সময় : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
সহসা বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি মিলবে না। এজন্য দেশবাসীকে ধৈর্য্য ধরার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব এক সংকটময় মুহুর্ত পার করছে।
দিনে ও রাতে লোডশেডিংয়ের নামে দুর্ভোগে অতিষ্ট নগরবাসী।
৪ অক্টোবর জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটলে ৫ ঘন্টার ব্ল্যাকআউটে থাকে সারাদেশ।
এমন পরিস্থিতিতে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপোদেষ্টা।
অক্টোবরে সব স্বাভাবিক হবার কথা থাকলেও কেনো এত বিলম্ব, তারও ব্যাখ্যা দেন তিনি।
জাতীয় গ্রিডের কর্মকর্তাদের আরো বেশী দায়িত্বশীল হবার পরামর্শ দেন জ্বালানি উপদেষ্টা।
সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।