সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে প্রতি জেলা-উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ হলে দেড়-দুই বছরের মধ্যে কয়েক’শ সিনেমা হল চালু হবে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৭০৫ বার পড়া হয়েছে
সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে প্রতি জেলা-উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ হলে দেড়-দুই বছরের মধ্যে কয়েক’শ সিনেমা হল চালু হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামীতে দেশের সিনেমা শিল্প বিশ্বে জায়গা করে নেবে বলে আশা করেন মন্ত্রী। কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে মতবিনিময় সভা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সিনেমা হল মালিক যোগ দেন। সভায় তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের বিকাশ সমাজকে বিপথগামীতা থেকে রক্ষায় সহায়তা করে। তরুণ সমাজকে মাদকাসক্তি ও জঙ্গিবাদ থেকে রক্ষার ক্ষেত্রেও সিনেমা শিল্প বড় ভূমিকা রাখতে পারে। সহজ শর্তে এক হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনকে দেশের চলচ্চিত্র শিল্প পুণরুজ্জীবনের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেন সিনেমা হল মালিকরা।