সর্দি,কাশি, জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে কোয়ারিন্টিনে থাকার পরামর্শ

- আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায় না। তবে, ঋতু পরিবর্তনের ফলে এ সব রোগে আক্রান্তরা মারা যান অন্য কারণে। বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সব উপসর্গ দেখা দিলে কোয়ারিন্টাইনে থাকার পাশাপাশি শঙ্কা এড়াতে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের ।
চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এর প্রাদুর্ভাবের শঙ্কায় দেশে সবার মাঝে কাজ করছে আতঙ্ক।
ভূগৌলিক কারণে ঠান্ডা গরম আবহাওয়ায় প্রতিনিয়ত সর্দি,কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয় এ অঞ্চলের বাসিন্দারা। সম্প্রতি ঋতুর পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন এলাকায় এসব উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়ে করোনা সন্দেহে চিকিৎসা সেবা পাচ্ছেন না অনেকে । এতে গত ৩০ জনের বেশী মারা যান। যা অমানবিক বলেও মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তবে সর্দি,কাশি, জ্বরে ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে কোয়ারিন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান মনে করেন সর্দি,কাশি ও জ্বরের সাথে শ্বাসকষ্ট হলে করোনার উপসর্গ হতে পারে।
সংকটময় করোনা পরিস্থিতিতে রোগী ও চিকিৎসক উভয়কে রক্ষা করে চিকিৎসা দেয়ার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের ।
করোনা টেস্ট করে সঠিক চিকিৎসা নেয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।