সরবরাহ পর্যাপ্ত, তবুও খুচরা বাজারে কমছে না পেঁয়াজের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৮২ বার পড়া হয়েছে
সরবরাহ পর্যাপ্ত, তবুও খুচরা বাজারে কমছে না পেঁয়াজের দাম। এর পাশাপাশি অব্যাহত রয়েছে চালের দাম বৃদ্ধি। এদিকে, দাম কমার তালিকায় সবচেয়ে এগিয়ে মাছ। কমেছে মুরগি, ডিম ও মাংসের দামও।
পণ্যমূল্যের বাজারে আলোড়ন সৃষ্টিকারী পেঁয়াজের দাম এখনও লাগামহীন। মিসরীয়, পাকিস্তানী বা ভারতীয়; সবদেশের পেঁয়াজ আছে বাজারে। তবুও কমতি নেই দামের। ২০০ টাকা বা এর কাছাকাছি দামে আটকে আছে পেঁয়াজ। পাশাপাশি অস্থিরতা থামছে না চালের দামেও।
বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। তবে সে তুলনায় দাম কমেনি প্রত্যাশিতভাবে। তাই হতাশ ক্রেতারা। সবচেয়ে বেশি স্বস্তি মুরগি ও মাছের দামে। কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা কমেছে এসবের দাম। আর ক্রেতা কম থাকায় দাম কমাতে বাধ্য হচ্ছেন গরুর মাংস বিক্রেতা। আগমী কয়েক সপ্তা এসব পণ্যের দাম সহনীয় থাকবে বলেও জানান বিক্রেতারা।