সরগরম দিনাজপুরের বড় ময়দানে অস্থায়ী লিচুর বাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরগরম দিনাজপুরের বড় ময়দানে অস্থায়ী লিচুর বাজার। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে চলছে বিকিকিনি। সংশ্লিষ্টরা বলছেন, এবার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায়, লিচুর দাম বেশ চড়া।
দিনাজপুরের ১৩ টি উপজেলায় এবার সাত হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে লিচু। এরমধ্যে শুধু বিরল উপজেলাই চাষ হয়েছে চার হাজার হেক্টর জমিতে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায়, লিচুর দাম এবার অনেক বেশি; জানালেন বিভিন্ন জেলা থেকে আগত পাইকাররা
বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, জেলার কিছু কিছু এলাকায়, এবার লিচুর ফলন বেশ কম। তবে আশানুরূপ দাম পেয়ে খুশি তারা।
জেলার বাইরে থেকে আসা পাইকারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত বিভিন্ন জায়গায় লিচু পাঠাতে তড়িৎ ব্যবস্থা নেয়ার কথা জানান ব্যবসায়ী সমিতির নেতা।
এবার দিনাজপুরে ৫০০ থেকে ৭০০ কোটি টাকার লিচু বিক্রির আশা সংশ্লিষ্টদের