সরকার বুঝেও না বুঝার ভান করে: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
সরকারের হাত থেকে সব শ্রেণীর মানুষই মুক্তি চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এ দাবি করেন। গোটা দেশটা দানবের কবলে পড়ে তছনছ হয়ে গেছে বলেও মন্তব্য করে ফখরুল বলেন, সব জেনে বুঝেও না বুঝার ভান করছে সরকার। তিনি বলেন, গণতন্ত্রের লেবাস পরে সরকার গণতন্ত্র ধ্বংসে কাজ করছে। শুধু বিএনপি নয়, সব গণতান্ত্রিক মানুষ আবারও জেগে উঠছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারী এই সরকারকে আন্দোলনের মাধ্যমেই বিদায় করা হবে।