সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলংকা

- আপডেট সময় : ০৯:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
কারফিউ জারি করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না শ্রীলংকার পরিস্থিতি। সংসদ সদস্যদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। একদল বিক্ষুব্ধ তরুণ কাতুনায়েকে মুক্তবাণিজ্য জোন লাকার সড়কে অবস্থান নিয়েছেন। এদিকে, শ্রীলঙ্কার বিদায়ী প্রধানমন্ত্রীকে বাসভবন থেকে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।
কারফিউ’র মধ্যেও বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। আহত হয়েছেন দু’শতাধিক। নিহতদের মধ্যে ক্ষমতাসীন দলের এমপি ও এক বিক্ষোভকারীও রয়েছেন। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা- এমপি, সাবেক মন্ত্রী, বিচারপতি ও স্থানীয় নেতাদের বাসভবনে আগুন দেয়। এদিকে, সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেনাবাহিনী ও পুলিশকে জরুরি ক্ষমতা দেয়া হয়েছে।
তীব্র জনরোষের মুখে শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সেনা সদস্যরা। সকালে রাজাপাকসের বাড়ির প্রধান গেট ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। টেম্পল ট্রিসের মূল ভবনে প্রবেশের চেষ্টাও করে তারা। পরে সপরিবারে রাজাপাকসেকে নৌঘাঁটিতে নিয়ে রাখা হয়।