সরকার বিচার বিভাগকে উলঙ্গভাবে নিয়ন্ত্রণ করছে

- আপডেট সময় : ০২:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্যকে জামিন না দেয়ায় বিচারক বদলির ঘটনায় প্রমানিত হয়েছে সরকার বিচার বিভাগকে উলঙ্গভাবে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে মোদির ঢাকা সফরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আর, আইন সরকারের গতিতে চলার কারণে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তারা।
রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলেন করে বিএনপি। এতে দলের যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী দুর্নীতির মামলায় পিরোজপুরের সাবেক সংসদ সদস্যের জামিন না হওয়ায় বিচারককে বদলি করার তীব্র নিন্দা জানান।
সরকার কঠোর হাতে আইন-আদালত নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেন, রুহুল কবীর রিজভী।
সিংক: রুহুল কবীর রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি
পরে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুরের ঘটনার সমালোচনা করে বলেন, সরকার আবারো প্রমান করেছে বিচার বিভাগ উলঙ্গভাবে সরকার নিয়ন্ত্রণ করছে।
সিংক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি
দিল্লিতে এনআরসি নিয়ে যখন দাঙ্গা চলছে, সে মহুর্তে বাংলাদেশের মানুষের তীব্র বিরোধিতার মধ্যে নরেন্দ্র মোদির সফর নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সিংক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি