সরকার বিএনপিসহ সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায় : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সরকার বিএনিপসহ সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চায় বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ওই নির্বাচনে বিদেশীরাও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ২০১৮ সালেও নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার কথা বলে, পরে অংশ নিয়েছে। এবারও তারা তাই বলছে। দেশ পরিচালনায় সরকারের ভুল ত্রুটি থাকে, কোন সরকারই শতভাগ কাজ করতে পারে না। তাই সরকারের ভালো কাজগুলোও গণমাধ্যমে তুলে ধরা উচিত জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ভালো। সংকট মূহুর্তেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। সামাজিক সূচক,অর্থনৈতিক সূচকসহ সব কিছুতেই অন্য দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ।