সরকার পতনে রাজধানীমুখী মানুষের জোয়ার কেউ আটকাতে পারবেনা : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের পতনে রাজধানীমুখী মানুষের জোয়ার কেউ আটকাতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম। এতে গয়েশ্বর রায় দাবি করেন, দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র বাধা শেখ হাসিনা। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ চায় বিএনপি। দেশের বিচার বিভাগ স্বাধীন নয় বলে, মামলার এজাহারে নাম না থাকা সত্ত্বেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের সব অপকর্ম রুখে দিতে নেতাকর্মীদের ঢাকাকে মুক্ত করার আহ্বান জানান গয়েশ্বর রায়।
























