সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ফখরুলের

- আপডেট সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দেশের সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছাত্রদলের ওপর হামলার ঘটনায় প্রধান বিচারপতি বিবৃতি না দেয়ার ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে, ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে বলে সরকারকে হুঁশিয়ারী দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশের কারণে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। দলীয় নেতারা ছাত্রদলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে রাজপথে সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জাতীয় প্রেসক্লাবে ভেতরে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায়, ছাত্রদলের উপর হামলার ক্ষোভ প্রকাশ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
দেশের সব রাজনৈতিক দলকে ঐকবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে চট্টগ্রামে সরকারের সমালোচনা করে আগামী নির্বাচনের জন্য বিএনপির দেওয়া দাবি থেকে না সরার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের বিভিন্ন মেগা ট্রকল্পে দুর্নীতিরও কঠোর সমালোচনাও করেন বিএনপির এই নেতা।
এদিকে, সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসেবে লেবার পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়। বৈঠকশেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফ্যাসিস্ট অনির্বাচিত গণতন্ত্র হরণকারী সরকারের পতনে ও জনগণের ভোটাধিকার নিশ্চিতে বিএনপি বৃহত্তর জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় লেবার পার্টির সাথে আজ আলোচনা হয়েছে। সংলাপে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লেবার পার্টির ১০ সদস্যের প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। সংলাপে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও কৌশল নিয়ে ফলপ্রসু আলোচনার কথা জানান সংলাপে অংশ নেয়া নেতৃবৃন্দ।